নোয়াখালীতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান
আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে নোয়াখালীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। শেষ মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা সাইফুল ইসলাম।
শনিবার (৯ নভেম্বর) সকালে মোনাজাতে প্রায় ২০ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। এতে মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সেই সঙ্গে দ্বীনের পরিবেশ কায়েম করার পাশাপাশি নবী করিম (সা.) এর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক কামনা করা হয়।
মোনাজাতে অংশ নেওয়া চাটখিলের মুসল্লি আমান উল্যাহ ঢাকা পোস্টকে বলেন, আয়োজক কমিটির সহযোগিতায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে নোয়াখালী জেলা ইজতেমা। সকাল থেকে মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের সংখ্যা বাড়তে। নোয়াখালী জেলা, উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বয়ান শুনতে অংশ নিয়েছেন ।
তাবলিগ জামাতের নোয়াখালীর মুরব্বি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিল ঢাকা পোস্টকে বলেন, গত (৭ নভেম্বর ) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। ইজতেমায় ঈমানের ওপর আল্লাহর একাত্ববাদ এবং রাসুল (সা.) এর রেসালাত, আখলাক ও আখেরাতের আলোচনা করা হয়। শনিবার (৯ নভেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়।
তিনি বলেন, ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কাকরাইলের মুরব্বি মাওলানা সাইফুল ইসলাম। এতে বিদেশি জামাতসহ জেলার বিভিন্ন এলাকা থেকে অনেক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মোনাজাতে দেশ ও মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় আগত মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়