হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (জগন্নাথপুর কাকৈরতলা) জাতীয়তাবাদী দল বিএনপি’র দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজীর পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুল কুদ্দুস মাস্টার, উপজেলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাবিব উল্লাহ মজুমদার।
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মাহাবুব আলম বাচ্চু যুবদলের সাবেক আহ্বায়ক শেখ আব্দুল আহাত লিয়াকত, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা নেছার আহমদ চৌধুরী।
এসময় ৯ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুল্লাহ মজুমদার।
কমিটিতে মোবারক হোসেনকে সভাপতি, জহিরুল আলম কে সিনিয়র সহ-সভাপতি, মোঃ কামাল হোসেন মিয়াজীকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলীকে যুগ্ম সম্পাদক ও মোঃ মহসিন মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাহবুব আলম বাচ্চু হাফেজ।