শুটিং সেটে আহত শাকিব খান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ৪:৩৬
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ৪:৩৬
Link Copied!

ভারতে বরবাদ সিনেমার শুটিংয়ের সময় শুটিংসেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন তিনি। সেখানেই একটি দৃশ্যে অভিনয়ের সময় চোখে আঘাত পেয়েছেন নায়ক। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। ভারত থেকেই তিনি জানালেন, কীভাবে আঘাত পেয়েছেন শাকিব খান।

মেহেদী জানান, শুটিংয়ের সময় ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে। এরপর নায়ককে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করানো হয়।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কোনো কারণ নেই। শাকিব খান শঙ্কামুক্ত রয়েছেন। নায়ককে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরিচালক মেহেদী বলেন, ‘সিনেমা একটি দৃশ্য ছিল, যেখানে দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে, চিকিৎসক আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। আপাতত তিনি শঙ্কামুক্ত রয়েছেন।’

এদিকে চিকিৎসা নিয়েই আবারও শুটিংয়ে ফিরেছেন শাকিব খান। মনোযোগ দিয়েছেন কাজে। বরবাদ সিনেমার কাজে মাসখানেক ভারতেই অবস্থান করার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

বরবাদ সিনেমায় শাকিব খানের সঙ্গে বরবাদে দেখা যেতে পারে কলকাতার নায়িকা ইধিকা পালকে। যিনি এই নায়কের সঙ্গে প্রিয়তমা সিনেমায় কাজ করেছিলেন।

অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু  চাঁদপুরে মাওলানা সা’দ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ হাজীগঞ্জে ৪০ পরিবারের মাঝে সেনাবাহিনীর শুকনা খাবার বিতরন সিআইপি অভ্যন্তরে জলবাদ্ধতা দূরীকরণে খাল খননের দাবিতে সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবক গ্রেফতার মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪ বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যার অভিযোগ সেনাবাহিনীর সংবর্ধনা পেলেন মেজর রফিকুল ইসলাম