কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি নিয়ে সর্তকবার্তা জেলা বিএনপির

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১০, ২০২৪ | ৭:৫৯
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১০, ২০২৪ | ৭:৫৯
Link Copied!
চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটিকে সর্তকর্তা করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা বিএনপি। রবিবার বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড সলিম উল্ল্যাহ সেলিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে  জেলা বিএনপির জেলা বিএনপি অনুমোধিত কমিটি ব্যাতিত দলীয় প্যাড ব্যবহার করে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি নামে কেহ কোন দলীয় কর্মকান্ড পরিচালনা করলে তাহা দলের গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী এবং অবৈধ কমিটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ কমিটির নামে কিছু কার্যক্রম করা হয়েছে। যাহা দলের বিভক্তি ও বিভাজন সৃষ্টি করার সামিল এবং গঠনতন্ত্র পরিপন্থি। এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থেকে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে বৃহত্তর ঐক্য সৃষ্টি করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হলে তাহাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে গন্য করা হবে এবং দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডর জন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, কুমিল্লা বিভাগ ও কেন্দ্রীয় কার্যালয়ে দপ্তর সম্পাদক বরাবর অবহিতকরণ অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ্য করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, গত ২৯ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা বি এন পি ৫১ সদস্য ও কচুয়া পৌর বিএনপি ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারন সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত কমিটি অনুমোদিত হয়। ওই কমিটিতে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির প্রধান এবং সদস্য সচিব এ এস এম মনজুর আহমেদ সেলিম। কচুয়া পৌর বিএনপির আহবায়ক মো: হাবিব উল্লাহ হাবিব ভেন্ডার ও সদস্য সচিব মো: আমান উল্লাহ আমান। উক্ত জেলা বিএনপি অনুমোদিত কচুয়া উপজেলা এবংপৌর বিএনপি কমিটি ব্যাতিত অন্য কোন কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কোন কমিটি নেই।
জানতে চাইলে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির প্রধান এবং সদস্য সচিব এ এস এম মনজুর আহমেদ সেলিম বলেন, সম্প্রতি কচুয়া উপজেলায় খায়রুল আবেদীন স্বপন সভাপতি ও জাহাঙ্গীর আলম ফারুকী সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি ঘোষনা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্যদিকে পৌর বিএনপির বিল্লাল হোসেন সভাপতি ও সেলিম পাটোয়ারী সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছে। তারা নিজেদের সাবেক শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের অনুসারী বলে দাবী করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু  চাঁদপুরে মাওলানা সা’দ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ হাজীগঞ্জে ৪০ পরিবারের মাঝে সেনাবাহিনীর শুকনা খাবার বিতরন সিআইপি অভ্যন্তরে জলবাদ্ধতা দূরীকরণে খাল খননের দাবিতে সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবক গ্রেফতার মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪ বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যার অভিযোগ সেনাবাহিনীর সংবর্ধনা পেলেন মেজর রফিকুল ইসলাম