হাজীগঞ্জে স্কুল ছাত্রের সাথে কলেজ ছাত্রী উধাও
হাজীগঞ্জে স্কুল ছাত্রের সাথে কলেজ ছাত্রী তাওহিদা পালিয়েছে।
বুধবার সকালে তারা প্রেমের টানে ঘর ছাড়ে।
বিষয়টি নিশ্চিত করেন তাওহিদার বাবা তারু মিয়া।
ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুরে গ্রামের। তাওহিদা কচুয়া ড. মুনছুর উদ্দিন কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী। এদিকে শেখ নাছের ফাহাদ সম্পর্কে চাচা হয়। সে এবার একটি প্রাইভেট স্কুল থেকে এস এসসি পাস করেছে মাত্র।
জানা গেছে, তাওহিদা ও ফাহাদের সাথে দীর্ঘ দিন থেকে প্রেমের সম্পর্ক । এ নিয়ে উভয পরিবারের সদস্যা কঠোর ভাবে প্রতিহত করার চেস্টা করে ব্যর্থ হয়। পরে বুধবার ভোরে তারা বাড়ি থেকে পালিয়ে যায়।
তাওহিদার বাবা তারু মিয়া জানান, আমি সব আত্মীর বাড়ি খোঁজ নিয়েছি। পাইনি। থানাকে অবহিত করব।
ফাহাদের দাদা আবদুল খালেক মিয়া জানান, আমার নাতি সকাল থেকে বাড়ি নেই। আমিও তাকে খুজতেছি।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, এমন খবর পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।