নিষেধাজ্ঞা উঠতেই বাজারে ইলিশ, সাইজ ছোট দাম বেশি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৪ | ৫:০৪
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৪ | ৫:০৪
Link Copied!

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম দিনেই বরিশালের বাজারে আসতে শুরু করেছে ইলিশ। তবে ইলিশের সাইজ বেশ ছোট, কিন্তু তুলনায় দাম অনেক বেশি।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বরিশাল পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র, বাংলা বাজার ও রূপাতলী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ইলিশ বাজারে আসায় ক্রেতাদের মধ্যে আগ্রহ ও ভিড় দুটোই বেড়েছে। আর দাম আগের মতোই বেশি।

পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মো. রুবেল বলেন, এখন যে মাছ এসেছে তা নিকটস্থ নদীর মাছ। কিছু আগের ফ্রিজড মাছও বিক্রি হচ্ছে। ক্রেতা যে হারে এসেছে সে তুলনায় সরবরাহ না থাকায় দাম বেশি।

বিজ্ঞাপন

আরেক বিক্রেতা হারুন বলেন, মাছ ধরার বোট এখনো সাগরে বা নদীতে যেতে পারেনি। পরিচিত অনেকে আজ সকালে রওয়ানা দিয়েছেন। এই মৌসুমের মাছ আসতে আরও ৪-৫ দিন লাগবে। যেগুলো বাজারে আসছে সেগুলো কাছাকাছি নদীর এবং কিছু আছে আগের ধরা।

ভোলা থেকে মাছ নিয়ে আসা বিক্রেতা লোকমান হোসেন বলেন, অভিযানের মধ্যে কিছু মাছ ধরে বিভিন্ন স্থানে রাখা হয়েছিল। সেগুলো অভিযান শেষ হতেই বাজারে তুলেছে। আমিও কয়েকজন জেলের কাছ থেকে এমন মাছ সংগ্রহ করে এনেছি।

বাংলাবাজারে মাছ কিনতে আসা সাবিনা ইয়াসমিন বলেন, অভিযানের শেষে ভেবেছিলাম মাছ বাড়বে। কিছু মাছ এসেছে কম, আবার তার দামও বেশি চাওয়া হচ্ছে। বড় সাইজের কোনো মাছ এখনো বাজারে পাচ্ছি না।

বিজ্ঞাপন

রূপাতলী বাজারের ক্রেতা বেলাল বলেন, মাছের মধ্যে ছোট সাইজই বেশি। বড় সাইজের যে দু একটি পাওয়া যাচ্ছে তার চোখ লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অভিযানের মধ্যে ধরে কোথাও রাখা হয়েছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাজারে ছেড়েছে। নতুন মাছ না আসায় আজ অন্য মাছ কিনে নিয়ে যাচ্ছি। আরও কয়েকদিন পরে এসে ইলিশ কিনব।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, বাজারে বিগত সময়ের মতো বড় ইলিশের সরবরাহ এখনো বাড়েনি। এখন ছোট সাইজের মাছ আসছে বেশি। এতে বোঝা যাচ্ছে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ প্রচুর ডিম ছেড়েছে।

তিনি বলেন, প্রথম দিনে বাজারে ইলিশের আমদানি কম। মানে নদ-নদীতে অভিযানের তৎপরতার কারণে তেমনভাবে ইলিশ শিকার করতে পারেনি কেউ। বড় বড় ফিশিং বোট সাগরে গিয়ে মাছ শিকার শেষে ফিরে আসার পর বাজার দর নিম্নমুখী হবে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ৪০০-৫০০ গ্রামের ইলিশ আজ ১২ থেকে ১৪ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। জাটকা ৯ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কেজি সাইজের ইলিশ ৬৪ হাজার টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, রোববার (০৩ নভেম্বর) রাত ১২টায় শেষ হয় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু  চাঁদপুরে মাওলানা সা’দ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ হাজীগঞ্জে ৪০ পরিবারের মাঝে সেনাবাহিনীর শুকনা খাবার বিতরন সিআইপি অভ্যন্তরে জলবাদ্ধতা দূরীকরণে খাল খননের দাবিতে সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবক গ্রেফতার মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪ বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যার অভিযোগ সেনাবাহিনীর সংবর্ধনা পেলেন মেজর রফিকুল ইসলাম