জমিরীয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর জমিরীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। এবছর ৮ জন হাফেজ কে পাগড়ি প্রদান করা হয়।
৮ নভেম্বর শুক্রবার বাদ জুমা মাহফিল শুরু হয়ে মধ্যরাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
মাওলানা মোহাম্মদ আলী ও নাছির আল হানাফির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন।
এসময় তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সব সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। ইসলাম কোনদিন নৈরাজ্য সৃষ্টি করেনি। । আমাদের প্রিয় নবীজী নৈরাজ্য সৃষ্টির কোন শিক্ষা কাউকে দেননি। মদিনার ইসলাম শিক্ষা সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.আবু তাহের, আরিফুল ইসলাম মজুমদার, বিআরবি ক্যাবলস লি: এর ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম রনি।
প্রধানবক্তা হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান দেন, মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমী।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন মুফতি এহতেরামুল হক কাশেমী উজানী, মুফতি সিরাজ উল্লাহ আল মাদানী ।
মাহফিল শেষে সারা বিশ্বের মুসলিমসহ দেশও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।