আমাদের হাতে কোরআন-হাদিস দেখলেই বলতো জঙ্গি: জেলা জামায়াতের আমির

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ১১:০৬
মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ১১:০৬
Link Copied!

বাংলাদেশ জামায়াত ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাও. বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, বিগত ১৬ বছর জামায়াত ইসলামীর কর্মীদের যেভাবে নির্যাতন করা হয়েছে তা ভুলার মতো না। আমাদের হাতে কোরআন-হাদিস দেখলেই বলতো জঙ্গি। নানান সময় অভিযান চালিয়ে বলতো জঙ্গি আটকের অভিযান। যেভাবে জুলুম করেছেন। গুরুত্বপূর্ণ স্থানে নিজের লোকদের বসিয়ে ঘোষণা দিয়েছে ২০৪১ সাল পর্যন্ত থাকবেন। তা আর হলো না।

 

শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

 

সম্মেলনে বড়কুল পূর্ব ইউনিয়নের আমীর ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সেক্রেটারী মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে

ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন, দাওয়াহ ও তালিমূল কুরআন বিভাগের জেলা সভাপতি হাফেজ মাও. মীর হোসাইন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. কলিম উল্যাহ ভুইয়া, নায়েবে আমীর মাও. মুজাম্মেল হোসেন মজুমদার পরান, বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর ছিদ্দীকি।

বিজ্ঞাপন

 

সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর পৌর আমীর মাও. আবুল হাসানাত পাটওয়ারী, উপজেলা সেক্রেটারী মাও. শরীফ হোসাইন পাটওয়ারী, পৌর নায়েবে আমীর মাও. মো. কবির হোসেন, সেক্রেটারী মাও. সফিকুর রহমান, দাওয়াহ ও তালিমূল কুরআন বিভাগের উপজেলা সভাপতি মাও. সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে দুই বাড়ী থেকে উদ্ধারকৃত সরকারি ৮০ বস্তা চাল নিলামে বিক্রি চাঁদপুরের শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন  রিজভীর স্বাক্ষর জাল করে কচুয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত মৈশাদিতে নিজ অর্থে বাড়ী করেও নির্যাতন ও হুমকীর শিকার প্রবাসী পরিবার চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিলে  আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটি অনুমোদন দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি নিয়ে সর্তকবার্তা জেলা বিএনপির হাজীগঞ্জে মাদক সেবন ও পরিবহনের অভিযোগে তিন যুবকের কারাদণ্ড বাংলাদেশের ক্লান্তিকালে বিএনপিই প্রতিবার হাল ধরেছে: ইঞ্জি. মমিনুল হক জমিরীয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন নোয়াখালীতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান নিখোঁজ মুনতাহার সন্ধান মেলেনি ছয় দিনেও ফরিদগঞ্জে প্রেমিকার জন্য দুই কিশোরের আত্মহত্যা! মাদরাসা থেকে বাড়ি ফেরা হলো না সাত বছরের হুমায়রার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশ কমিয়েছে আদানি শুটিং সেটে আহত শাকিব খান