আমাদের হাতে কোরআন-হাদিস দেখলেই বলতো জঙ্গি: জেলা জামায়াতের আমির
বাংলাদেশ জামায়াত ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাও. বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, বিগত ১৬ বছর জামায়াত ইসলামীর কর্মীদের যেভাবে নির্যাতন করা হয়েছে তা ভুলার মতো না। আমাদের হাতে কোরআন-হাদিস দেখলেই বলতো জঙ্গি। নানান সময় অভিযান চালিয়ে বলতো জঙ্গি আটকের অভিযান। যেভাবে জুলুম করেছেন। গুরুত্বপূর্ণ স্থানে নিজের লোকদের বসিয়ে ঘোষণা দিয়েছে ২০৪১ সাল পর্যন্ত থাকবেন। তা আর হলো না।
শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বড়কুল পূর্ব ইউনিয়নের আমীর ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সেক্রেটারী মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে
ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন, দাওয়াহ ও তালিমূল কুরআন বিভাগের জেলা সভাপতি হাফেজ মাও. মীর হোসাইন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. কলিম উল্যাহ ভুইয়া, নায়েবে আমীর মাও. মুজাম্মেল হোসেন মজুমদার পরান, বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর ছিদ্দীকি।
সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর পৌর আমীর মাও. আবুল হাসানাত পাটওয়ারী, উপজেলা সেক্রেটারী মাও. শরীফ হোসাইন পাটওয়ারী, পৌর নায়েবে আমীর মাও. মো. কবির হোসেন, সেক্রেটারী মাও. সফিকুর রহমান, দাওয়াহ ও তালিমূল কুরআন বিভাগের উপজেলা সভাপতি মাও. সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।
এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।