জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্ণাঢ্য র্যালী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শাহরাস্তি গেইট দোয়াভাংগা থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে র্যালীটি বের হয়ে উপলতা, ঠাকুর বাজার, কালীবাড়ি বাজারসহ প্রায় আড়াই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
এসময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মমিনুল হক সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি উৎসর্গ করলাম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে অর্জন তা আজ আপনারা সমৃদ্ধ করেছেন। আমি বিমুগ্ধ হয়েছি আপনারা ঐক্যবদ্ধ আছেন। বিগত ১৬ বছর আপনারা আমার সাথে রয়েছেন। আপনাদের কাঙ্খিত ফসল ঘরে নেয়ার জন্য আপনারা এখনো ঐক্যবদ্ধ রয়েছেন। শাহরাস্তি হাজীগঞ্জের ১৫ লক্ষ মানুষের ৫ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণের জন্য একটা সরকার চাই, সেই সরকারের নেতৃত্ব দেয়ার জন্য সকল নেতৃবৃন্দ প্রস্তুত রয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাদল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, বিএনপির নেতা ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী প্রমুখ। র্যালীতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।