হাজীগঞ্জে ইঁদুর নিধন কর্মসূচীর উদ্ধোধন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ইঁদুর নিধন কর্মসূচী উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকালে “ছাত্র শিক্ষক কৃষক ভাইইঁদুর দমনে সহযোগিতা চাই ‘ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ শুভ উদ্বোধন হয়েছে।
১১ অক্টোবর হতে ১০ নভেম্বর’২৪ পর্যন্ত মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান ঘোষনা করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি), রিফাত জাহান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, সকল উপসহকারি কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, কৃষিজীবীসহ প্রসাশনের অন্যান্য কর্মকর্তা গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ কর্মসূচির আওতায় ইদুঁরের ক্ষতিকারক দিক তুলে প্রতিটি ব্লকে সচেতনা বৃদ্ধি করে ইঁদুর নিধনে উদ্বুদ্ধ করা হবে জনসমাজকে।
হাজীগঞ্জ উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন, এক জোড়া প্রাপ্ত বয়স্ক ইঁদুর একবছরে তিন হাজার বাচ্চা জন্ম দিতে পারে।
প্রতিবছর শুধুমাত্র ইঁদুরের কারণে গড়ে ৫০০ কোটি টাকারও বেশি ফসলের ক্ষতি হয়ে থাকে।
এছাড়াও, প্লেগ, জন্ডিস, টাইফয়েড, চর্মরোগ সহ ৬০ প্রকার রোগের জীবাণু বহন করে এই ইঁদুর।
এ উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা শাহপরান খান এবছর জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির অঞ্চল পর্যায়ে উপসহকারি কৃষি কর্মকর্তা ক্যাটাগরিতে ২য় স্থান লাভ করেন।