আগে পুলিশ ভুয়া মামলা নিত এখন পাবলিক দিচ্ছে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৪ | ৪:০৪
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৪ | ৪:০৪
Link Copied!

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আগে ভুয়া মামলা করত পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিত। এখন দিচ্ছে জনগণ। তারা ১০টা নাম ৫০টা বেনামি আসামির নামে মামলা দিচ্ছে। তিনি জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডে অংশ নেওয়া অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

মঙ্গলবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি চট্টগ্রামের বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বিনিময়কালে তিনি পার্শ্ববর্তী দেশের উসকানি ও মিডিয়ায় মিথ্যাচার, চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ আসা, বর্তমান সরকারের আমলে বেপরোয়া মামলা দায়ের, পুলিশের মনোবল বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি ময়নুল ইসলাম, র‌্যাবের ডিজি একেএম শহিদুর রহমান, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন সময় ভালো ছিল? আপনারা বলেন? এ ব্যাপারে আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে।

তিনি বলেন, ‘আমাদের যে ভুল হয় না, তা নয়। আমাদের ভুল হলে ধরিয়ে দিন। আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না। যেটা ঘটেনি, সেটা বলবেন না।’

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডে অংশ নেওয়া অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়ে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে চট্টগ্রামে অন্তত ৫০ জন অস্ত্রধারী চিহ্নিত হয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কমিশনার ও র‌্যাবের অধিনায়ককে অস্ত্রধারীদের তালিকা করে তাদের গ্রেফতারে ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের মনোবল সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। মনোবল দুদিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব নয়। আমার কাছে জাদুর মতো কিছু নেই যে, বললেই সব হয়ে যাবে। যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেনি তারা আইনের দৃষ্টিতে অপরাধী। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে।

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ আসা প্রসঙ্গে তিনি বলেন, এই জাহাজটা মিডল ইস্ট (মধ্যপ্রাচ্য) থেকে এসেছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে, সেখান থেকে আমাদের দেশে আসছে। আমার দেশ সবার ওপরে। খেজুর, পেঁয়াজ, আলু এগুলো সামনের রোজায় দরকার।

সরকার পতনের পর হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভুয়া মামলায় যেন কাউকে হেনস্তার শিকার হতে না হয়, সে ব্যাপারে সজাগ রয়েছি। এ সম্পর্কে আমরা টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন মিডিয়ায়।

ভারতের নাম উল্লেখ না করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী একটি দেশ মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আপনাদের কাছে অনুরোধ মিথ্যা সংবাদ দেবেন না। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নেই। – যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু  চাঁদপুরে মাওলানা সা’দ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ হাজীগঞ্জে ৪০ পরিবারের মাঝে সেনাবাহিনীর শুকনা খাবার বিতরন সিআইপি অভ্যন্তরে জলবাদ্ধতা দূরীকরণে খাল খননের দাবিতে সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবক গ্রেফতার মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪ বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যার অভিযোগ সেনাবাহিনীর সংবর্ধনা পেলেন মেজর রফিকুল ইসলাম