দুষ্কৃতিকারীরা রাতে বিদ্যুৎ না থাকার সময়টা বেছে নেন: জেলা প্রশাসক

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৪ | ৩:০৪
মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৪ | ৩:০৪
Link Copied!

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না। পুলিশ, আনসার, সেনাবাহিনী, স্কাউটস, সেচ্ছাসেবক টিম, রাজনৈতিক দলের মনিটরিং টিমের এতো লোক থাকতে পূজামণ্ডপে আক্রমণ হবে এটা বিশ্বাস করার কারণ নেই। যারা দুষ্কৃতকারী তারা রাতের কিছু সময় বেছে নেন যখন বিদ্যুৎ থাকে না। সেজন্য প্রতিটা পূজামণ্ডপে বিকল্প পাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। তাই নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই।

মঙ্গলবার (৮ অক্টোবর)  সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওই সময় তিনি আরো বলেন, যখন মুসলমানদের ঈদুল ফিতর বা ঈদুল আজহা উদযাপন হয় তখন পুলিশ পাহারার প্রয়োজন হয় না। তাহলে খ্রিস্টান অথবা হিন্দুদের কোন উৎসবের কেনো পুলিশ, সেনাবাহিনী পাহারা দিতে হবে। এটাতো মানুষ হিসেবে আমাদের লজ্জার বিষয়। আমাদের সমাজটাতো এমন হওয়ার কথা ছিলো না।

বিজ্ঞাপন

সমাবেশে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব(পিপিএম), সেনাবাহিনীর মেজর মো. আরিফ হোসাইন।

হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইনের সঞ্চলনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রুহী দাস বণিক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা জামায়াত ইসলামীর আমির বি এম কলিম উল্ল্যাহ ভূঁইয়া, হেফাজত ইসলামীর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসাইন, ইসলামি আন্দোলনের পক্ষে মো. কামাল হোসেন প্রমূখ।

সমাবেশে ওই সময়, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুখ্যাত নৌ ডাকাত বাবলা হত্যা মামলায় জনপ্রতিনিধিকে আসামী করার এলাকাবাসীর মানববন্ধন ট্রাম্পের ঘাঁটিতে এগিয়ে কমলা চাঁদপুরে ক্রেতা-বিক্রেতায় সরগরম ইলিশের আড়ত শেখ হাসিনাসহ ফ্যাসিবাদী দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’ ডিম ছাড়ার পরের ইলিশ নিয়ে চলছে গবেষণা নিষেধাজ্ঞা উঠতেই বাজারে ইলিশ, সাইজ ছোট দাম বেশি অনৈতিক কর্মকান্ড, অর্থ লোপাট’সহ অনিয়মের ফিরিস্তি ফাঁস দুই পর্বে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা চাঁদপুরে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যের জনতার বাজার হাজীগঞ্জ তারালীয়ায় বিএনপির সম্মেলন হাজীগঞ্জে জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা সুপারি নিয়ে ঝগড়া, ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু দুই মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা চাঁদপুরে ৩০ বছর পর পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে গুরুত্বপূর্ণ এসবি খাল সেচ্ছাসেবক দলের সভাপতির পিতার দাফন সম্পন্ন হাজীগঞ্জে তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হাজীগঞ্জে শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা মতলব উত্তরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু