বাকিলায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর বিকালে বাকিলা হাইস্কুল মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। ২ নং বাকিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু তাহের এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলামের পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের দাওয়াহ ও তালিমুল কোরআন সম্পাদক হাফেজ মাও মীর হোসাইন, হাজীগঞ্জ উপজেলা আমীর মোহাম্মদ কলিম উল্লাহ, উপজেলা জামাতের নায়েবে আমীর মোজাম্মেল হক পরান, হাজীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসানাত পাটোয়ারী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শরীফ হোসেন প্রমূখ।
কর্মী সম্মেলনে ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত জামায়াতে ইসলামীর নেতাকর্মী অংশগ্রহণ করেন।