হাজীগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হাজীগঞ্জ পৌরসভা আমির মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী সভাপতিত্বে সেক্রেটার মাওলানা শফিকুর রহমান মজুমদার এর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিমের সদস্য কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কুমিল্লা মহানগরী কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, জেলা অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা তালিমুল ুকুরআন বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মীর হোসাইন, উপজেলা নায়েব আমির মোজাম্মেল হোসেন পরান মজুমদার, পৌরসভা নায়েবে আমির হাফেজ মাওলানা কবির হোসাইন, ভৈরব সভার সহকারি সেক্রেটারি দয় মাওলানা আবু তাহের ও রবিউল হোসেন প্রমূখ।