টানা বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতায় পানি বন্দি মানুষ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
টানা বৃষ্টিতে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগের প্লাবিত এলাকাগুলোতে নতুন করে পানি উঠেছে। ছোট খাট রাস্তা ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে পানি আটকে জনজীবনে স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে। হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় কুমিল্লা – চাঁদপুর সড়কের উপর পানি উঠেছে। ছোট ছোট রাস্তায় পানি।
এদিকে হাজীগঞ্জ পশ্চিম বাজারসহ মকিমাবাদ গ্রাম জলাবদ্ধতায় নিমজ্জিত। পানি বন্দি হয়ে গেছে এলাকাবাসী। হাজীগঞ্জ পশ্চিম বাজার এলাকার ডাকতীয়া নদী পাড় এলাকাগুলো নিচু হওয়ায় সব কটি রাস্তা ডুবে গেছে।
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর এবং দক্ষিণ ইউনিয়ন পুনরায় পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। মোহাম্মদপুর পূর্ব পাড়ার প্রায় সব গুলে বাড়ি ঘরে এখন পানি। তাই পানিবন্দি মানুষ দিশেহারা। কস্টে কাটছে দিনমজুর মানুষের জীবন জীবিকা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, পচুর বৃষ্টি হয়েছে তাই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে। আমারা দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা নিচ্ছি। আর ইউনিয়ন গুলোতে স্থানীয় চেয়ারম্যানদের খোঁজ নেয়ার জন্য বলা হয়েছে।