রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত
মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে হাজীগঞ্জের রায়চোঁতে দোয়া মিলাদ ও আনন্দ মিছিল করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ রায়চোঁ সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার আয়োজনে মঙ্গলবার সকালে মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী আনন্দ মিছিল উদযাপিত হয়।
ওই সময় জশনে জুলুছে অংশ নেয় হাজীগঞ্জ সুন্নিয়া হাফিজিয়া নূরানী দাখিল মাদ্রাসা। দক্ষিণ রায়চোঁ সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা, দক্ষিণ রায়চোঁ মাদরাসাতুল মদিনা।
আনন্দ মিছিলটি দক্ষিণ রায়চোঁ ভূইয়া বাড়ি ব্রিজ সংলগ্ন সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে পবিত্র জশনে জুলুসে ঈদে মিল্লাদুন্নবী(সাঃ) এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
হাজীগঞ্জ সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. জুনায়েদ হোসাইন আল ক্বাদেরীর সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনা করেন আলহাজ্ব মাওলানা মুফতি মো.আবুল হাশেম মিয়াজী।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা ক্বারী মো. আবু রায়হান রেজা আল কাদেরী। এসময় এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।