কচুয়ায় মাছের প্রজেক্টে মিলল কলেজ ছাত্রের লাশ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামে মাছের প্রজেক্ট থেকে মিরাজ হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পালাখাল সরদার বাড়ির পশ্চিম বিলের মাছের প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে।
নিহত কলেজ ছাত্র একই গ্রামের ইলেকট্রিশিয়ান কামাল হোসেন সরদারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিরাজ হোসেন ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। শুক্রবার ভোর থেকে তাকে খোঁজাখুজি করে বিকালে বাড়ির পশ্চিম পাশে একটি মাছের প্রজেক্টে স্থানীয়রা তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মিরাজের মা বিলকিছ আক্তার বেবীর দাবী তার পুত্রকে কে বা কাহারা পরিকল্পিত ভাবে হত্যা করে প্রজেক্টে লাশ ফেলে দেয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।