রান্ধুনীমূড়ায় পানি বন্ধী পরিবারের মাঝে চাউল বিতরণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
টানা ভারী বর্ষণের কারণে জেলার বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়া অঞ্চল গুলোতে দেখা দিয়েছে খাদ্য সংকট। এতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সহ শুকনো খাবার নিয়ে পানিপন্থী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে সামাজিক সংগঠনগুলো।
তারই ন্যায় শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুজ্জামান সাদেক মুন্সী স্থানীয় পানি বন্ধী পরিবার গুলোর মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করেন।
ওই সময় সাদিকুজ্জামান সাদেক মুন্সি জানান, পানিবন্ধি মানুষগুলোর মধ্যে খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে। তাই পৌরসভা থেকে সরকারি চালের এক টন চাল হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমূড়ায় বিতরণ করা হয়েছে।