হাজীগঞ্জে শেখ জামাল ক্রীড়া চক্রের জার্সি উন্মোচন
হাজীগঞ্জ উপজেলা শেখ জামাল ক্রীড়া চক্র এর জার্সি উন্মোচন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ মধ্যে বাজার ছাত্রলীগের কার্যালয়ে জার্সি উন্মোচন করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।
হাজীগঞ্জ উপজেলা শেখ জামাল ক্রীড়া চক্রের সভাপতি মেহেদী হাছান রাব্বি জার্সি উন্মোচন কালে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় উৎসাহী ছিলেন।
এই বহুমুখী প্রতিভার অধিকারী বীরের বেশে দেশকে স্বাধীন করার পরপরই দেশের ক্রীড়াঙ্গনে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তেমন পরিবর্তন আনতে সক্ষম হয়নি অন্য আর কেউ। মাত্র ২৬ বছরেই অমর করে রেখে গেছেন নিজেকে।
জার্সি উন্মোচন কালে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।