সূচীপাড়া কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন মো. আবু ইউছুফ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজের আহবায়ক কমিটির বিদ্যুোৎসাহী সদস্য হলেন মোহাম্মদ আবু ইউছুফ।
রোববার বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে এডহক কমিটির সভাপতি করা হয়েছে হাসান আহম্মদকে ও সদস্য সচিব করা হয়েছে কলেজের অধ্যক্ষকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ০৬ (ছয়) মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
বিদ্যোৎসাহী সদস্য হওয়ায় মো. আবু ইউছুফ জানান, কলেজের অবকাঠামো উন্নয়নে ও শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। কলেজের যেকোনো বিষয়ে এডহক কমিটির সভাপতি ও সদস্য সচিবের পাশ্বে থেকে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।