হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু। মঙ্গলবার (৩- সেপ্টেম্বর) বিকালে তার বাড়ির পুকুরের ঘাট দিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ের কীর্তন খোলা গ্রামের আলী হোসেনের মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মো. বাবুল।
মৃত আলিফার বাবা আলী হোসেন জানান, আলিফা সকলের অগোচরে বাড়ির পাশ্বের পুকুরের ঘাট দিয়ে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে। ছুটোছুটি করতেই বাড়ির এক বাসিন্দা তাকে ভেসে উঠতে দেখে চিৎকার দেয়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।