হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইন চার্জ মহিউদ্দিন ফারুক বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার সন্ধ্যায় নেতৃবৃন্দ থানার অফিসার ইন চার্জের কার্যালয়ে এ সাক্ষাত করেন।
সদ্য বিদায়ী অফিসার ইন চার্জ আবদুর রশিদের উপস্থিতিতে এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আমীর কলিম উল্লাহ ভূঞা, পৌরসভা আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটোয়ারী, উপজেলা নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুজাম্মেল হোসেন পরান,পৌরসভা নায়েবে আমীর মাওলানা হাফেজ কবির হোসাইন, পৌরসভা সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের, পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মাও আবু জাফর সিদ্দীকি, ছাত্রশিবির শহর শাখার সভাপতি আরিফ শেখ, ও পৌরসভা ৭ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন মাইনু সহ প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।