ফরিদগঞ্জের পাইকপাড়ায় বিএনপির মতবিনিময় সভা
আমান উল্ল্যাহ খান ফারাবী
Link Copied!
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নে ১৪ সেপ্টেম্বর শনিবার জনসভাকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাঈদ খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সদস্য লোকমান হোসেন দর্জি, সাবেক তেজগাঁও কলেজের এজিএস খায়রুল বাসার টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসাইন, মোঃ রানা মিয়া।
এসময় সভাপতি ও সম্পাদক ইউনিয়ন নেতাকর্মীদের জনসভা সাফল্য মণ্ডিত করার জন্য দিক নির্দেশনা দেন এবং ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান করেন।
এসময় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল হাসনাত নয়ন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ১ নং ওয়ার্ড সভাপতি মজিবুর রহমান পাঠান, ২নং সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক টেলু, ৩ নং ওয়ার্ড নুরুন্নবী তালুকদার, সম্পাদক মনির হোসেন দর্জি, সাংগঠনিক মোফাজ্জল হোসেন পাটওয়ারী, ৪ নং ওয়ার্ড সভাপতি কাদির মিজি, সম্পাদক হুমায়ুন কবির খান, ৫ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম শেখ, সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, ৭ নং ওয়ার্ড সভাপতি আঃ মান্নান, সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী, ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ ফয়েজ উল্ল্যাহ, ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইউছুফ মিয়া, সম্পাদক মোঃ নুরের রহমান নুরু। সদস্য হারুনুর রশিদ ঢালী, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাহাত হোসেন প্রমূখ।