নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ

ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪ | ৫:০০
ডেস্ক নিউজ
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪ | ৫:০০
Link Copied!

বাফুফে সভাপতি পদে পুনরায় নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন। গতকাল এই ঘোষণা হওয়ার পরই ফুটবল সমর্থকদের সংগঠন আলট্রাস আজ কর্মসূচি দেয়।

কর্মসূচি অনুসারে আজ দুপুরে বাফুফে ভবনের সামনে আসে আলট্রাস। বৃষ্টির মধ্যেও তারা সালাউদ্দিনের নির্বাচন না করার সিদ্ধান্তে খুশি হয়ে উল্লাস করে। বাফুফে ভবন প্রাঙ্গনে স্মক ফেয়ার করে। পাশাপাশি মিষ্টি-মুখও হয়। ঢাকার পাশাপাশি কক্সবাজারেও আলট্রাসের সদস্যরা মিষ্টিমুখ ও আনন্দ উদযাপন করেন।

ফুটবল অন্তঃপ্রাণ সমর্থকদের সংগঠন আলট্রাস। খেলার মাঠে বাংলাদেশের ফুটবলারদের জন্য গলা ফাটিয়ে যেমন চিৎকার করেন, তেমনি ফুটবল ফেডারেশনের নানা কর্মকান্ডের সমালোচনাও করেন এই সংগঠনের সদস্যরা। বাফুফে সভাপতির মন্তব্য ও নানা কান্ডের সমালোচনা আগে থেকেই করে আসছে আলট্রাস। ৫ আগস্ট পরবর্তী সময়ে সবার আগে আলট্রাসই বাফুফে সভাপতির পদত্যাগ দাবি করে। এরপর সাবেক ফুটবলার, সংগঠক ও আরো অনেক সংগঠন থেকে সেই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বাফুফে সভাপতি সালাউদ্দিন পদত্যাগ না করলেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। সালাউদ্দিনের খেলোয়াড়ী জীবনের সতীর্থ আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এই প্রসঙ্গে বলেন, ‘কাজী সালাউদ্দিনের এই ঘোষণার মাধ্যমে ফুটবলাঙ্গনের দীর্ঘদিনের একটা দাবি পূরণ হয়েছে। আশা করি ফুটবল সামনে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাবে।’ কাজী সালাউদ্দিন দেশের কিংবদন্তি ফুটবলার হলেও সংগঠক হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেননি পুরোপুরি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে বিশ্বকাপ খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন জ্যোতি ‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ দুই দিনের বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতা বাংলাদেশের আগামীর গর্ব হামজা : ফিফা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার: জরিপ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ লাভের অংশ নির্ধারণ করে টাকা বিনিয়োগ করা জায়েজ? গণত্রাণের ৮ কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হাজীগঞ্জে দুর্গাপূজায় যে সব প্রস্তুতি প্রসাশনের মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ : একজন গুলিবিদ্ধ হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ  অক্টোবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আছে বন্যার শঙ্কা ফরিদগঞ্জ লেখক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি সাড়ে আট হাজার কোটি টাকা বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ মতলব দক্ষিণে নির্মাণাধীন বাড়ি থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি হাজীগঞ্জে দ্বাদশগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ‘আড়াই’ দিনের টেস্টেও বাংলাদেশের হার