হাজীগঞ্জে ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুন করলো ছেলে
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবা আকতার হোসেন ( ৫২)কে কুপিয়ে খুন করলো ছেলে সাকিব হোসেন (২৩)।
বুধবার মধ্যরাতে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের বসবাস করছে।
নিহত আকতার হোসেনের ছেলে রাসেল হোসেন জানান, এক সপ্তাহ আগে বাবার সাথে সাকিবের স্ত্রী ফারহানার সাথে ঝড়গা হয়। খবর পেয়ে ভাই সাকিব এসে বসতঘর ভাংচুর করে। এরপর বুধবার রাতে আকতার হোসেনকে ঘুমন্ত অবস্থায় সাকিব কুপিয়ে পালিয়ে যায়। প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কুমিল্লা রেফার করা হয়। সেখানে নেয়ার আগেই মারা যান বাবা আকতার হোসেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।