এসএসসি ৯৮ ব্যাচ এর উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু….. এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচ এর উদ্যোগে বন্যার্ত ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) দিনব্যাপী জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণের তত্ত্বাবধানে ছিলেন, গ্রুপ ক্রিয়েটর মহসিন মল্লিক, এডমিন কাজি জিয়াউর রহমান, গাজী নাছির,জসিম উদ্দিন, আব্দুস সাত্তার, আব্দুর রহিম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে টানা কয়েকদিনের বৃষ্টিতে জেলার ফরিদগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা দেখা দেয়। অন্যদিকে লক্ষ্মীপুর, কুমিল্লা ও নোয়াখালীর পানি ডাকাতিয়া নদী দিয়ে নামায় বন্যায় কবলিত হয় হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন অঞ্চল। এতে পানিবন্দি হয়ে পড়ে প্রায় দুই লাখ মানুষ।