কচুয়া পুলিশকে গণপিটুনীতে হত্যা মামলা, অজ্ঞাতনামা ১২শ আসামী
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
হাসিনা সরকারের পদত্যাগ করে দেশ ত্যাগের ঘোষণায় গত ৫ আগস্ট সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলায় বিক্ষুব্ধ হয়ে উঠে সাধারণ জনতা। ওইদিন বিকেল সাড়ে ৫টায় উত্তেজিত জনতা কচুয়া থানায় হামলা চালালে অন্যান্যরা প্রাণ রক্ষায় চেস্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার জনরোশের শিকার হন থানার ডিবি পুলিশের এসআই মামুনুর রশিদ সরকার(৫১)।
এ সময় তাকে উত্তেজিত জনতার ৩০ থেকে ৪০জন মিলে লাঠি দিয়ে পিটিয়ে মামুনকে পাশের বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আধামরা করে ফেলে যায়। পরে সেখান থেকে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কচুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশের সুরতাহাল ও ময়না তদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার আবদুল্লাহপুরে বাড়িতে দাফন করা হয়।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এটি নিশ্চিত করেন।
ওসি বলেন,আমরা এ ঘটনায় আজ ২৫ আগস্ট রোববার বিকেলে কচুয়ায় থানায় থানার এসআই মো.দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করি । মামলা নং -৪/১২৫। এতে আসামী করা হয় অজ্ঞাত ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে। তবে
নিহত এসআই মামুন ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর চাঁদপুর থেকে কচুয়া থানায় যোগ দেন।