হাজীগঞ্জে ইউপি সদস্য উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ
খালেকুজ্জামান শামীম চাঁদপুর
Link Copied!
হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য (পুরুষ) পদে উপ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃ
হস্পতিবার হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা চয়ন চন্দ্র সরকার প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
আগামী ২৭ জুলাই পশ্চিম হাটিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপনির্বাচনে তিনজন প্রার্থীকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
তার মধ্যে আলমগীর হোসেনকে বৈদ্যুতিক পাখা, মোঃ জুয়েল পন্ডিতকে তালা ও মোহাম্মদ মোতালেব হোসেনকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
পশ্চিম হাটিলা ইউনিয়নের ১নং ওয়ার্ড গৌড়েশ্বরে এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কর্মকর্তা জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন গ্রহণের স্বার্থে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।