হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে মন্ত্রিপরিষদের উপ-সচিবের মত বিনিময়
খালেকুজ্জামান শামীম চাঁদপুর
Link Copied!
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে মন্ত্রিপরিষদের উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা ই সেন্টারে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
একইদিনে মন্ত্রিপরিষদের উ- সচিব মুহাম্মদ আসাদুল হক হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
এ সময় হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, পৌর সচিব তাপন ভৌমিকসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপ-সচিব ইউনিয়ন ও পরিষদ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন বিভিন্ন দপ্তরের খোঁজখবর নেন। সকালে উপ সচিব হাজীগঞ্জ উপজেলা পরিষদে আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা।