মতলবে পানিতে ডুবে শিশুর প্রাণহানি
মাহফুজ মল্লিক
Link Copied!
মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামে আজ মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে একটি শিশু (৫) মারা গেছে। তার নাম মো. শিহাব মিয়া। শিশুটি ওই গ্রামের সুজন মিয়ার পুত্র। শিশুটির মা বিদেশে থাকেন এবং বাবা কাজ করেন খুলনায়।
সে (শিহাব) ডিঙ্গাভাঙা গ্রামেই নানার বাড়িতে থাকত। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর একটায় বাড়ির উঠানে বল নিয়ে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরের পানিতে তার ভাসমান নিস্তেজ দেহ দেখতে পান নানার পরিবারের লোকজন।
তাঁরা সেখান থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় সে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বলেন, খবর পেয়ে তাঁর থানা-পুলিশের এসআই মো. সুমনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।