কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ডেস্ক নিউজ
Link Copied!
”স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”- এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
দিবসটি উপলক্ষে ২৩ অক্টোবর (বুধবার) সকালে কচুয়া উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে কোয়া কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ আয়োজনে কচুয়া উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
এসময় একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, সহকারী সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন,আইসিটি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, কোয়া কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ কচুয়া উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ।
কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী পরিদর্শক মোঃ জাফর ইকবাল ছাত্র ছাত্রীদের মাঝে হাত ধোয়া প্রদর্শন করে দেখান।