মতলব উত্তরে নুরুল হুদা স্মৃতি সংসদের বিনামূল্যে চোখ অপারেশন
মতলব উত্তরে নুরুল হুদা স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
সুবিধাবঞ্চিত মানুষের বিনামূলে চোখের ছানি অপারেশন সহ চোখের অন্যান্য চিকিৎসার উদ্যোগ নিয়েছে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদ।
বুধবার (২৩ অক্টোবর ) সকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম অনিক ৪১ জন রোগীদের অপারেশন করার জন্য নির্বাচন করা হয়েছে।
এর আগে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ডা. তাওহিদুল ইসলাম অনিক এর প্রেসক্রিপসন অনুযায়ী রোগীদের বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করে। আগত ৩’শতাধিক রোগী থেকে বাছাই করে ৪১ জন ছানি অপারেশন এবং লেন্স স্থাপনের জন্য তাদের নির্বাচন করা হয়।
বিনামূল্যে চোখের ছানি অপারেশনের পূর্বে আলোচনা সভায় অত্র সংগঠনের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল প্রধান, উপজেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, উপজেলা বিএনপির নেতা আব্দুল আজিজ, উপজেলা যুবদল নেতা হাসানুল কিবরিয়া তপন, উপজেলা ছাত্রদল নেতা নাদিম ভূইয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চক্ষু মানুষের পঞ্চ ঈন্দ্রিয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যার চক্ষু নাই, সেই ব্যক্তির জীবন মূল্যহীন। বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের সহযোগিতায় প্রান্তিক মানুষেদের জন্য যে উদ্যোগ গ্রহন করেছে তা খুবই প্রশংসনীয়। সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সেবা ও কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, মানবসেবীদের মধ্যে অন্যতম একটি মহৎ উদ্যোগ।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের সভাপতি তাজুল ইসলাম মিয়াজ জানান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের পরিচালক সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা নির্দেশে সারা বছর তারা নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারই অংশ হিসেবে সম্প্রতি সংগঠনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দৃষ্টিশক্তি হারাতে বসা প্রায় ৪১ হতদরিদ্র মানুষের চোখের ছানি অপারেশনসহ নতুন লেন্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার আল আমিন, সিনিয়র প্যারামেডিক মো. শরিফ হোসেন, মাসুদ হোসেন।