দেশের অর্থনীতিতে চাঁদপুরের চার তারুণ্যের অবদান: আস্থা গ্রুপের সাফল্য

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৪ | ৮:১৫
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৪ | ৮:১৫
Link Copied!

চাঁদপুরের চার স্বপ্নবাজ মেধাবী তরুণ মোহাম্মদ ওবায়দুল্লাহ আনসারী,ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মাহমুদ, ইঞ্জিনিয়ার মইনুল হক ও সারওয়ার জাহান নিজেদের মেধা,দৃঢ় প্রত্যয় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আস্থা গ্রুপ প্রতিষ্ঠান করেছেন, যা বর্তমানে দেশের অন্যতম প্রতিষ্ঠিত গ্রুপ অব কনর্সানে পরিনত হয়েছে।

 

২০১৭ সালে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে আস্থা গ্রুপের যাত্রা শুরু হয়। ব্যবসায়িক গতানুগতিক ধারার বাইরে গিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি,বেকারত্ব দূরীকরণ,এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখাই ছিল আস্থা গ্রুপের অন্যতম লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকে মোহাম্মদ ওবায়দুল আনসারী চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন, আর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মাহমুদ। ইঞ্জিনিয়ার মইনুল হক ডিরেক্টর ও সিএফও হিসেবে এবং সারওয়ার জাহান লিগ্যাল ও কর্পোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর হিসেবে তাদের দায়িত্ব পালন করে চলেছেন।

বিজ্ঞাপন

প্রথম দিকে আস্থা গ্লোবাল এর মাধ্যমে যাত্রা শুরু হলেও পরবর্তীতে গ্রুপ ফরমেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। আস্থা গ্রুপের ব্যবসায়িক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো আস্থা প্রোপার্টি বাজার, যা ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা এনেছে । নির্মান খরচ সাশ্রয়ী ও গুনগত মান অক্ষুন্ন রাখার মাধ্যমে নির্ভেজাল জমি ক্রয়-বিক্রয় এবং প্রপার্টি নির্মাণ সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে। এছাড়াও ভিসা, টিকেট ও ওমরাহ’র জন্য রেহাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করছে, যা মানব সম্পদ রপ্তানি ও ভ্রমনকে সহজ ও নিরাপদ করে তুলেছে। রেইন ফুডের মাধ্যমে প্রাকৃতিক ও খাঁটি খাদ্য সরবরাহ করে গ্রাহকদের সেবা দিচ্ছে, আর টেকওভার লিমিটেড প্রযুক্তি নির্ভর প্রোডাক্ট বাজারজাত এবং প্রযুক্তি পার্ক নির্মাণের পরিকল্পনা করছে।
গ্লোবাল স্কুল অফ প্রফেশনাল (এঝচ) এর অন্যতম প্রতিষ্ঠান আস্থা ড্রাইভিং স্কুল দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে গ্রাহকদের গাড়ি চালানোর সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করছে। আস্থা ওভারসিজ কনসালটেন্সি দেশের বাইরে কাজ করতে ইচ্ছুকদের জন্য ভিসা এবং কনসালটেন্সি সেবা প্রদান করে, এবং জিএসপি দক্ষ মানবসম্পদ তৈরি করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ করছে। আস্থা ইন্টেরিয়র এলিগেন্স অফিস ও ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনে বিশেষ ভূমিকা পালন করছে।
আস্থা গ্রুপের সামাজিক উদ্যোগগুলোও উল্লেখযোগ্য, বিশেষত আস্থা ইনিসিয়েটিভ ফর ম্যানকাইন্ড (এইম), যা “ঐঁসধহরঃু ঋরৎংঃ” স্লোগান নিয়ে মানবিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করে। গরিব ও অসহায় মানুষদের সাহায্য, তাদের কর্মসংস্থান ব্যবস্থা, এবং প্রাকৃতিক দুর্যোগে পাশে দাঁড়ানো সহ ব্লাড ডোনেশন নেটওয়ার্কের মাধ্যমে সহযোগিতা করছে এই প্রতিষ্ঠানটি।
বিশেষ ভাবে, সাচার শ্রমজীবী সমবায় সমিতি শরীয়া ভিত্তিক ক্ষুদ্র বিনিয়োগ সেবা প্রদান করে চাঁদপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসলামিক শরীয়া নিয়ম অনুসারে পরিচালিত এই সমবায় সমিতি বিনিয়োগ সুবিধা দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সচ্ছলতা আনার চেষ্টা করছে।
এছাড়াও, আস্থা গ্রুপের আরও কিছু যৌথ উদ্যোগের মধ্যে অন্যতম অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান পাকাপেঁপে, ইউএসএ ভিত্তিক অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান ট্যাবএইজ, ই-কমার্স ড্রেস প্ল্যাটফর্ম ইউলো লাইফস্টাইল, এছাড়াও তাদের ব্রোকারেজ হাউজের একটি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। দেশের ব্যবসা ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে আস্থা গ্রুপের ব্যবসা সফলভাবে দেশের বাইরেও বিভিন্ন জায়গায় পরিচালিত হচ্ছে।
আস্থা গ্রুপের উদ্যোগগুলোর মাধ্যমে শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে বিশেষ করে চাঁদপুরের প্রতিভাবান তরুণদের প্রধান্য দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন ব্যবসা ও সামাজিক উদ্যোগ চাঁদপুরসহ সারা দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার পথ তৈরি করেছে।
চাঁদপুরের এই মেধাবী তরুণদের ঐকান্তিক প্রচেষ্টা, সততা ও দক্ষতার ফলে আস্থা গ্রুপ শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, সামাজিক দায়িত্ববোধের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ থেকে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের এই সাফল্য চাঁদপুরের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, যা আগামী দিনগুলোতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহায়তা করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
“রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা”পেলেন ইউনুস মাহমুদ আমাদের হাতে কোরআন-হাদিস দেখলেই বলতো জঙ্গি: জেলা জামায়াতের আমির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্ণাঢ্য র‍্যালী ফরিদগঞ্জের বালিথুবা ইউনিয়নে ছাত্রদলের কর্মী সম্মেলন চরমোনাইর নমুনায় চাঁদপুরে শুরু হয়েছে ৩দিনব্যাপী মাহফিল তারেক রহমান-বিএনপিকে ভয় পেতো বলে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে : আবদুস সালাম  রাজারগাঁও এ বিপ্লব ও সংহতি দিবস পালিত বিএনপির মূল উদ্দেশ্য জনগণের ভোট নিশ্চিত করা: লায়ন হারুনুর রশিদ হাজীগঞ্জে উচ্ছেদ অভিযানে একজনের ৭ দিনের কারাদণ্ড আবারও শাহরুখ খানকে হত্যার হুমকি চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পেয়ার আহমেদ বিশ্ব যেন আমাদের কাছে আসে সেভাবে দেশ গড়তে হবে: ড. ইউনূস সম্পর্ক ভাঙার পরে কী করবেন? জলাবন্ধতা নিরসনের দাবীতে ইউএনও’র কাছে লেখক ফোরামের স্মারকলিপি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন মামলার কারন জানেন না অপু বিশ্বাস! বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ আদালতে আমুর আইনজীবীকে পিটুনি সাংবাদিক খালেকুজ্জামান শামীমের পিতার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ