শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ দিয়ে আসামীর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৪ | ১২:০১
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৪ | ১২:০১
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে দিঘিতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে এক সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় হযরত শাহরাস্তি (রহঃ) মাজার দিঘিতে জাল ফেলে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র ছফিউল্লাহ প্রকাশ ছবু(৬৫)-এর বিরুদ্ধে একটি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা থাকায় শাহরাস্তি থানার এএসআই সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সসহ তাকে গ্রেফতারে অভিযান চালায়।

এসময় গ্রেফতার এড়াতে সে শাহরাস্তি মাজারের দিঘিতে ঝাঁপ দেয়। সাথে সাথে পুলিশ তাকে
উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও সে পানির গভীরে তলিয়ে যায়। এক পর্যায়ে এলাকার লোকজন দিঘিতে জাল ফেলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আঃ কুদ্দুস রানা জানান, তারা বিকেলে স্থানীয় একটি বিষয় নিয়ে এলাকার লোকজনের সাথে নিহত ছফিউল্লাহসহ একটি বৈঠকে বসেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। ওইসময় সে দিঘিতে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যায়।

পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্যাহকে উদ্ধারে চেষ্টা চালায়। এক পর্যায়ে মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানান, স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

সূত্র : চাঁদপুর টাইম্স

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
“রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা”পেলেন ইউনুস মাহমুদ আমাদের হাতে কোরআন-হাদিস দেখলেই বলতো জঙ্গি: জেলা জামায়াতের আমির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্ণাঢ্য র‍্যালী ফরিদগঞ্জের বালিথুবা ইউনিয়নে ছাত্রদলের কর্মী সম্মেলন চরমোনাইর নমুনায় চাঁদপুরে শুরু হয়েছে ৩দিনব্যাপী মাহফিল তারেক রহমান-বিএনপিকে ভয় পেতো বলে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে : আবদুস সালাম  রাজারগাঁও এ বিপ্লব ও সংহতি দিবস পালিত বিএনপির মূল উদ্দেশ্য জনগণের ভোট নিশ্চিত করা: লায়ন হারুনুর রশিদ হাজীগঞ্জে উচ্ছেদ অভিযানে একজনের ৭ দিনের কারাদণ্ড আবারও শাহরুখ খানকে হত্যার হুমকি চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পেয়ার আহমেদ বিশ্ব যেন আমাদের কাছে আসে সেভাবে দেশ গড়তে হবে: ড. ইউনূস সম্পর্ক ভাঙার পরে কী করবেন? জলাবন্ধতা নিরসনের দাবীতে ইউএনও’র কাছে লেখক ফোরামের স্মারকলিপি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন মামলার কারন জানেন না অপু বিশ্বাস! বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ আদালতে আমুর আইনজীবীকে পিটুনি সাংবাদিক খালেকুজ্জামান শামীমের পিতার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ