হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
জোহরের নামাজের মধ্যদিয়ে উদ্ধোধন হলো হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের।
বুধবার (২৭ নভেম্বর) হাজীগঞ্জ উপজেলার সরকারিভাবে ণিমিত ও ইসলামি ফউন্ডেশনের তত্বাবধায়নে মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র জোহর নামাজ জামাতে পড়ার মাধ্যমে উদ্বোধন করা হয়।
উদ্ধোধনী নামাজের ও অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা মো: মিজানুর রহমান, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবু সাঈদ চৌধুরী, মসজিদের জমি দাতা মো: রফিকুল ইসলাম, হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুহিউদ্দিন ফারুকী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো: ইমাম হোসেন, উপজেলা জামায়াতি ইসলামীর আমির বিএম কলিমুল্লাহ, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মুজ্জাম্মেল হক পরান, ৫নং ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ প্রধানীয়া, সাবেক চেয়ারম্যান মাও: আবু জাফর ছিদ্দিক, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপার ভাইজার আবুল হাসান মজুমদার, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি এম এম মতিন, হেফাজতের প্রতিনিধি জুবায়ের।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক মসজিদের ইমাম ও খতিব মাও: মুফতী আব্দুর রউফ, অনুষ্ঠানে উপজেলা প্রসাসন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন।