চাঁদপুরে বিডিআর সদস্যদের চাকুরীতে পূণঃবহালের দাবীতে মানববন্ধন
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাকান্ডের পুনঃ তদন্ত এবং চাকুরীচ্যূত নির্দোষ বিডিআর সদস্যদের চাকুরীতে পূণঃবহালের দাবীতে চাঁদপুরে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকালে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকার ইলিশ চত্ত্বরে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের মাধ্যমে বিডিআর বিদ্রোহে হত্যাকান্ডের পূণঃতদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়া কারাগারে বন্দি বিডিআর সদস্যদের মুক্তিসহ নির্দোষ বিডিআর সদস্যদের সকল সুযোগ-সুবিধাসহ চাকুরীতে পূর্ণঃবহালের দাবী করেন তারা।
ওইসময় বিডিআর থেকে চাকুরীচ্যূতদের মাঝে উপস্থিত ছিলেন সুবেদার জয়নাল, কবির গনি, তছলিম, ইয়াছিন, কাদির, মনির হোসেন গাজি, বিল্লাল হোসেন, তছলিম, ওয়াদুদ, আবদুর রসিদ ও বাদলসহ আরো অনেকই।