ফরিদগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি হলেন রুবেল
আমান উল্ল্যাহ খান ফারাবী
Link Copied!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জিয়া মাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. রুবেল পাটওয়ারী। তিনি উপজেলার ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের কৃতিসন্তান। ২৬ নভেম্বর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তা বলা হয়।
জিয়া সাইবার ফোর্স, চাঁদপুর জেলার দপ্তর সম্পাদক মোঃ সজিব মুন্সি আকাশ স্বাক্ষিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা জিয়া সাইবার ফোর্স ফরিদগঞ্জ উপজেলার সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফরিদগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি কবির তপদার কে তাঁর ব্যক্তিগত সমস্যার কারনে অব্যাহতি প্রদান করা হয়। এমতাবস্থায় সাংগঠনি কাজ চলমান রাখার লক্ষে বর্তমান কমিটির সিনিয়র সহ- সভাপতি মোঃ রুবেল পাটোয়ারীকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হল।
রুবেল পাটওয়ারী বলেন, আলহামদুলিল্লাহ, আমাকে জিয়া সাইবার ফোর্স ফরিদগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি থেকে সভাপতি নির্বাচিত করার চাঁদপুর জেলার সভাপতি ও সম্পাদকসহ সকল সহযোদ্ধাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।