চাঁদপুর জেলা বিএনপির সভাপতির সাথে গণ অধিকার পরিষদের মতবিনিময়
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে মতবিনিময় করছেন জেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট একেএম সলিমউল্ল্যাহ সেলিম, জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান।
মতবিনিময় সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদিদের নানান ষড়যন্ত্র, যুগপৎ আন্দোলনের পর্যালোচনা, সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা, চাঁদপুর জেলার বর্তমান প্রেক্ষাপট ও রাজনীতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এই মত বিনিময় সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ ও গণধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।