বড়কুল পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা
চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে ইউনিয়নের মধ্য বড়কুল মাদরাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল সুমন।
নেতাকর্মীদের এক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে প্রধান অতিথি মোস্তফা কামাল বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। এখানে প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিহিংসা ও কারো বিরুদ্ধাচরন করা যাবেনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রিয় নির্দেশনা মেনে চলতে হবে এবং সবাইকে সতর্ক থাকতে হবে। আগামি নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করে আমাদের প্রার্থীকে সংসদে পাঠাতে হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, ইউপি সদস্য জামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. নাজমুছ শাকিব।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলামের উপস্থাপনায় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহজামাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি শুকুর আলম, সাধারণ সম্পাদক মিরন হোসেন, কৃষক দলের সভাপতি জিতু মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক এসবি শাহাদাত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সুমন ও ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ওসমান গণিসহ অন্যান্যদের সার্বিক ব্যবস্থাপনায় সভায় ২নং ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাধারণ সম্পাদক আ. সাত্তার, যুবদলের সাবেক সভাপতি হোসেন মিয়া, সহ-সভাপতি হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মাসুদ আলম।
এ সময় ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোল্লা রিপন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, যুবনেতা হেলাল উদ্দিন, মামুন হোসেন, কৃষক দলের সহ-সভাপতি মিজানুর রহমান, ছাত্রনেতা সোহাগ, ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হান্নান, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।