হাজীগঞ্জে আবরো ৯ কিশোরগ্যাং আটক
চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ উপজেলাসহ পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯জন কিশোরগ্যাং সদস্যকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক।
পুলিষ জানায়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় হাজীগঞ্জ থানা পুলিশ পৌর শহরের রেল লাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯জন কিশোরগ্যাং সদস্যকে আটক করে। এর মধ্যে যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হবে। এর আগে হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আরো ৮ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করা হয়েছিল। তার মধ্যে ৭ জনকে মোছলেকায় ছেড়ে দেয়া হয়। ১ জনের বিরুদ্ধে মামলা থাকায় তাকে জেলহাজতে পাঠানো হয়।
তিনি জানান, কিশোরগ্যাং, মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।