হাজীগঞ্জে ৩ সরকারি কর্মচারীর বদলির দাবিতে সমন্বয়কের চিঠি

খালেকুজ্জামান শামীম খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৪ | ১২:৫৯
খালেকুজ্জামান শামীম খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৪ | ১২:৫৯
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা খাদ্য অফিসের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. নাছিমুল করিম, খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী মো. কামাল হোসেন ও মো. নজরুল ইসলামের শাস্তিমূলক বদলির দাবি জানিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছেন মো. নাহিদ হোসেন নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাজীগঞ্জ, চাঁদপুরের প্যাডে দেওয়া ওই চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আ. সালাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আব্দুল হামিদকে স্বাক্ষী রাখা হয়েছে। অথচ তিনজনের স্বাক্ষর জাল এবং ওই নামে কোন সমন্বয়ক নেই বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগী উপজেলা খাদ্য অফিসের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. নাছিমুল করিম ও খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী মো. কামাল হোসেন।
 এছাড়া নিরাপত্তা প্রহরী মো. নজরুল ইসলামও সাধারণ ডায়রি করবেন বলে নিশ্চিত করেছেন।
সাধারণ ডায়রীতে উপজেলা খাদ্য অফিসের সাবেক নিরাপত্তা প্রহরী, বর্তমানে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় কর্মরত মোহাম্মদ নাজমুছ শাহাদাত   পাটোয়ারীকে বিবাদী করা হয়েছে। তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন মাস্টার পাটোয়ারীর ছেলে।
ডায়রিতে উল্লেখ করা হয়, নাজমুছ শাহাদাত পাটোয়ারী হাজীগঞ্জে থাকাকালীন সময়ে বিভিন্ন অফিসারদের বিভিন্নভাবে হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে ।  নাছিমুল করিম ও কামাল হোসেনকে খাদ্য মন্ত্রণালয়/খাদ্য সচিব এবং মহাপরিচালক ও পরিচালক প্রশাসনের কাছে বেনামে অভিযোগ দিয়ে হয়রানি করে থাকেন।
এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজীগঞ্জ শাখার সমন্বয়ক মো. নাহিদ হোসেন নামে ও স্বাক্ষরিত উল্লেখিত নাছিমুল করিম, কামাল হোসেন ও নজরুল ইসলামকে বদলির দাবি জানিয়ে গত ৭ আগস্ট খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ৩০ সেপ্টেম্বর খাদ্য সচিব/মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়।
ওই দুইটি চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মমিনুল হকের নাম, পদবি ও স্বাক্ষর রয়েছে। অথচ উল্লেখিত স্বাক্ষরগুলো জাল বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া মো. নাহিদ হোসেন নামে হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক নেই বলে নিশ্চিত করেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহাদাত হোসেন, আব্দুর রহমান সানী ও ফয়সাল হোসেন। তারা পপুলার বিডি নিউজ কে জানান,এই চিঠির মাধ্যমে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বিভ্রান্ত ও সম্মানহানী করার অপচেষ্টা করা হয়েছে। তাই প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সংবাদকর্মীসহ জনসাধারণকে সতর্ক থাকতে হবে।
এছাড়া ওই চিঠিতে হাজীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হামিদ স্বাক্ষরটি জাল ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) শেখ আ. ছালামের স্বাক্ষরটিও জাল।
 খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য গুদামের তিনজন কর্মচারীর শাস্তিমূলক বদলির আবেদনে স্বাক্ষরটি তাদের নয়।
 হাজীগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল পপুলার বিডি নিউজ কে বলেন, এমন কোনো পত্রে স্বাক্ষর করিনি। ওই স্বাক্ষরটি জাল। এ ব্যাপারে তিনি আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।
 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,  হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক জানান, তার স্বাক্ষরটিও জাল এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ, আইন-শৃঙ্খলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করছি।
ভুক্তভোগী উপজেলা খাদ্য অফিসের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. নাছিমুল করিম, খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী মো. কামাল হোসেন ও মো. নজরুল ইসলাম। তারা থানায় ডায়রি করেছেন।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক পপুলার বিডি নিউজকে বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু  চাঁদপুরে মাওলানা সা’দ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ হাজীগঞ্জে ৪০ পরিবারের মাঝে সেনাবাহিনীর শুকনা খাবার বিতরন সিআইপি অভ্যন্তরে জলবাদ্ধতা দূরীকরণে খাল খননের দাবিতে সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবক গ্রেফতার মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪ বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যার অভিযোগ সেনাবাহিনীর সংবর্ধনা পেলেন মেজর রফিকুল ইসলাম