স্বামীর দাবীতে অনশনে যুবতী : লাপাত্তা স্বামী
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
ফেসবুকে প্রেম, এরপর পরিণয়। তবে বিয়ের চারদিন পর মায়ের অসুস্থতার কথা জানিয়ে শ্বশুরবাড়ি থেকে লাপাত্তা হন স্বামী নাহিদ ইসলাম রকি। এরপর আর যোগাযোগ করতে না পেরে মঙ্গলবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে নাহিদের বাড়িতে অনশন শুরু করেছেন ওই তরুণী।
তবে তিনি বাড়িতে আসামাত্রই প্রধান ফটকে তালা দিয়ে বাড়ি ছেড়েছে নাহিদের পরিবারের সদস্যরা।
- অভিযুক্ত নাহিদ ইসলাম রকি ঢাকার ধামরাইয়ের সুধিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর পূর্ববড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
ওই তরুণী জানান, ৫ নভেম্বর নাহিদ ইসলাম রকির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর নাহিদ চারদিন শ্বশুবাড়িতে ছিল। পরে মায়ের অসুস্থতার কথা বলে বাড়ি চলে যায়। পরে যোগাযোগ করতে না পেরে নাহিদের খোঁজে তার বাড়িতে আসেন ওই তরুণীর বাবা-মা। এ সময় নাহিদের পরিবার জানায় ওই তরুণীকে তাদের ছেলের বউ হিসাবে কখনোই মেনে নেবেন না। এর জেরে মঙ্গলবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে নাহিদের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী। সুত্র: যুগান্তর