হাজীগঞ্জে নব নির্বাচিত সাধারণ সম্পাদক কামাল হোসাইনকে শিক্ষকদের সংবর্ধনা
হাজীগঞ্জ উপজেলার নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরীকে ফুলেল সংবর্ধনা দিলেন নিজের স্কুলের সহকর্মীরা।
শনিবার হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
সোমবার সকালে তার নিজ কর্মস্থল মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার সহকর্মীরা ফুলেল সংবর্ধনা দিয়েছেন। পরে সহকর্মীদের সাথে এক আলোচনায় মিলিত হন।
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো: আবু সাদেক। সংবর্ধিত অতিথি হিসেবে সহকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের সাবেক পি টি এ কমিটির সভাপতি খালেকুজ্জামান শামীম।
বক্তব্য রাখেন শিক্ষক ইব্রাহিম খলিল, হোসনে আয়েশা, কামরুন্নাহার মিরা, নাহিদা আক্তার, জুলেখা বেগম রুবি প্রমূখ।
এ সময় কামাল হোসেন চৌধুরী সকলকে ধন্যবাদ জানান এবং সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এর আগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।