হাজীগঞ্জের আহাম্মদপুর বাজারে জামায়াতের অফিস উদ্বোধন
হাজীগঞ্জ উপজেলাধীন ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নের ১ও ২ নং ওয়ার্ড আহাম্মদপুর ও মোহাম্মদপুর সম্মিলিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা মোতালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির হাজীগঞ্জ উপজেলার আমীর বি.এম কলিমুল্লা ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার (পরান), হাজীগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা শরীফ মোল্লা, ৬ নং বড়কুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলামি ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা আবু জাফর সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌর সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান মজুমদার, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম মোল্লা, অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯ নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইলিয়াস।