কালবেলায় হাজীগঞ্জ প্রতিনিধি হলেন মোঃ জহির হোসেন
দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক কালবেলায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হয়েছেন মোঃ জহির হোসেন।
১৫ নভেম্বর শুক্রবার থেকে এ নিয়োগ কার্যকর হয়।এর আগে ১০ নভেম্বর এক স্বাক্ষরে এ নিয়োগ দেন কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।
এদিকে ওই নিয়োগপত্রসহ পত্রিকার টি-শার্ট, প্যাডসহ উপহার সামগ্রী মোঃ জহির হোসেনের হাতে তুলে দিয়ে তাকে শুভকামনা জানান দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়।
জানা যায়, মোঃ জহির হোসেন ২০২০ সাল হতে স্থানীয় পত্রিকায় মাঠ পর্যায়ের রিপোর্টিংয়ে যুক্ত হন।সেখানে তিনি দৈনিক আমাদের কন্ঠ, সাপ্তাহিক হাজীগঞ্জ, সাপ্তাহিক ত্রিনদী পত্রিকায় কাজ করেছেন। তিনি বর্তমানে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ক্রিড়া বিষয়ক সম্পাদকসহ বেশ কয়েকটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।
এক সাক্ষাৎকারে মোঃ জহির হোসেন বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি পাঠক জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা। আমি এই পত্রিকার সহযাত্রী হয়ে পথচলা শুরু করলাম। চেষ্টা থাকবে পত্রিকার সুনাম ধরে রাখতে হাজীগঞ্জের মাঠ পর্যায়ের প্রান্তিক সংবাদগুলোও এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা। আমাকে অর্পিত দায়িত্ব পালনে প্রেসক্লাব নেতৃবৃন্দ, প্রশাসনসহ সুশীল ও রাজনৈতিক সমাজের সবাই সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করছি।