হাজীগঞ্জে পূবালী ব্যাংকে ইসলামী কর্ণার উদ্বোধন
খালেকুজ্জামান শামীম চাঁদপুর
Link Copied!
হাজীগঞ্জ বাজারে পূবালী ব্যাংক হাজীগঞ্জ শাখায় ইসলামী কর্নারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পূবালী ব্যাংকের কার্যালয়ে ইসলামী কর্নারের উদ্বোধন করেন পূবালী ব্যাংক কুমিল্লা অঞ্চলের ডিজিএম জহিরুল ইসলাম।
পূবালী ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসরুর হাছান ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ব্যাংকের গ্রাহক আলহাজ্ব মো: ইমাম হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী।
ব্যাংকের অফিসার কাওসার হামিদের পরিচালনায় ইসলামিক কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তাহের।
পরে কেক ও ফিতা কেটে পূবালী ব্যাংক হাজীগঞ্জ শাখার ইসলামী কর্নার উদ্বোধন করেন অতিথি বৃন্দ।
এ সময় ব্যাংকের গ্রাহক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।