চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ যানবাহন শ্রমিক ও চালকরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করেন।
এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে প্রায় তিন কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী কয়েক হাজার যাত্রী।
বিক্ষোভকারীদের দাবি, আজ সকালে টোলের টাকা না থাকায় এক সিএনজি চালককে মারধর করেন টোল আদায়কারীরা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ চালক ও শ্রমিকরা। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম আই ট্রেডার্সের লোকজন ও সিএনজি চালক-শ্রমিকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
৫ আগস্টের পর সেতুর টোল আদায় বন্ধ করে দেয় ছাত্র-জনতা। পরে জেলা প্রশাসকের দেওয়া ৭ নির্দেশনা মেনে পুনরায় টোল আদায়ের অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। যদিও সেতুর টোল আদায় বন্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন চালক ও শ্রমিকরা।