৯নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের তিন ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের ৪, ৫, ও ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকালে ইউনিয়নের পালিশারা মদিনাতুল উলুম ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আকবর শেখের উপস্থাপনায় ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ের ভিত্তিতে বিএনপির সভাপতি পদে মো. আমির হোসেন বতু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন বেপারী, সাধারণ সম্পাদক লোকমান হোসেন মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারেক ও সাংগঠনিক সম্পাদক পদে আশ্রাফ হোসেন বাচ্চুসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
একই দিন সন্ধ্যায় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আকবর শেখের উপস্থাপনায় ৫নং ওয়ার্ডের নেতৃবৃন্দের সমন্বয়ের ভিত্তিতে বিএনপির সভাপতি পদে মো. বশির উল্যাহ্ বশির, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম ও সাংগঠনিক সম্পাদক আজম খাঁনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
একই সাথে ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৬নং ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ের ভিত্তিতে বিএনপির সভাপতি পদে মো. মাহবুবুল আলম বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন বেপারী ও সাংগঠনিক সম্পাদক মানিক হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন ও হাবিব উল্লাহ মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী মো. জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম বাচ্চু, শেখ মো. আহাদ লিয়াকত, মহসিন বেপারী ও দেলোয়ার হোসেন মেম্বার, যুবনেতা নেছার আহমেদ চৌধুরী ও আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজী উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলামের উপস্থাপনায় অতিথি হিসেবে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক ডা. কামাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।