হাজীগঞ্জে জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাজীগঞ্জ উপজেলার ও পৌর জিয়া পরিষদের মতবিনিয় সভা হয়েছে।
শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ সোনাইমুড়িতে ইঞ্জিনিয়ার মমিনুল হকের ব্যবসা প্রতিষ্ঠানের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদের হাজীগঞ্জ উপজেলা সভাপতি ওলীউর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সাধারন সম্পাদক এমএ রহিম পাটোয়ারি, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপি সাবেক উপদেষ্টা শাহাব উদ্দিন শাহীন, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ওমর ফারুক টিটু।
বক্তব্য রাখেন অধ্যাপক মনির হোসেন, বেলাল হোসাইন, ওমর ফারুক, শিক্ষক মো: রফিক উল্যাহ, জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, সাংবাদিক খালেকুজ্জামান শামীম, ব্যবসায়ী মাহবুব আলম প্রমূখ।
মতবিনিময় সভায় অধ্যাপক, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।