১৭ দফা দাবি নিয়ে বিসিবিতে ৬৪ জেলার ক্রিকেটাররা
দেশে সংস্কারের হাওয়া লেগেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন ধরনের দাবি-দাওয়া পেশ করছে। রাজনৈতিক ক্ষমতার পালাবদলের প্রভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বেও পরিবর্তন এসেছে। নতুন চেহারার এই ক্রিকেটের বোর্ডের কাছেও বিভিন্ন দাবি নিয়ে হাজির হচ্ছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
এই যেমন রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরের হোম অব ক্রিকেটে নিজেদের দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। তারা নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অভিনন্দন জানিয়ে ১৭ দফা দাবি পেশ করেছেন।
তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেট লিগে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেরই টুর্নামেন্ট থাকতে হবে। ক্রিকেটারদের বেতন কাঠামোরও দাবি জানিয়েছেন তারা।
পাশাপাশি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। কোয়াব যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই নিশ্চয়তা চেয়েছেন ক্রিকেটাররা।
এছাড়া প্রত্যেক জেলায় ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ-সুবিধা ও ম্যাচ ফি বাড়ানোর দাবি করেছেন ৬৪ জেলার ক্রিকেটাররা। পরিচালক ফাহিম তাদের ১৭ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।